গ্রন্থাগারে বই পড়ি
আলোকিত মানুষ গড়ি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা সরকারী গণগ্রন্থাগার
গাজীপুর।
স্মারক নং-জেসগগ্রগা/অনুষ্ঠান-৪৭/১০/ তাং-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস
উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন, গল্প বলা ও রচনা প্রতিযোগিতা -২০১৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে
অএ প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী ও সর্বসাধারণের জন্য চিত্রাংকন, গল্প বলা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের
মধ্যে সনদপত্র ও আকর্ষনীয় পুস্তক বিতরন করা হবে।
ক) ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা:
গ্রুপ |
শ্রেনী |
চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় |
চিত্রাংকনের প্রতিযোগিতার রেজিঃ তারিখ |
গ্রুপ-ক |
অনুর্ধ-৭ বছর |
উন্মুক্ত |
১২/০৩/২০১৯ তারিখ পর্যন্ত |
গ্রুপ-খ |
অনুর্ধ-১২ বছর |
জাতির পিতা বঙ্গবন্ধু |
খ) গল্প বলা প্রতিযোগিতা:
গ্রুপ |
শ্রেনী |
গ্রুপ |
শ্রেনী |
গল্প বলা প্রতিযোগিতার তারিখ |
গ্রুপ-ক |
১ম থেকে ৪র্থ শ্রণী পর্যন্ত |
গ্রুপ-খ |
৫ম থেকে ৮ম শ্রণী পর্যন্ত |
১৮/০৩/২০১৯ ইং.বেলা ৩:০০ টায় |
গ) ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিষয়:
গ্রুপ |
শ্রেনী |
রচনা প্রতিযোগিতার বিষয় |
শব্দ সীমা |
গ্রুপ-ক |
পঞ্চম - অষ্টম |
শিশুদের বন্ধু বঙ্গবন্ধু |
১০০০ শব্দের মধ্যে |
গ্রুপ-খ |
নবম - দ্বাদশ |
বঙ্গবন্ধু : মৃত্যুঞ্জয়ী মহানায়ক |
১২০০ শব্দের মধ্যে |
গ্রুপ-গ |
স্নাতক- স্নাতকোত্তর |
চিরঞ্জীব শেখ মুজিব |
১৫০০ শব্দের মধ্যে |
গ্রুপ-ঘ |
সর্বসাধারণ |
কবিতা ও গানে স্বাধীনতা সংগ্রাম |
১৮০০ শব্দের মধ্যে |
শর্তাবলী
১। রচনা A4 সাইজ সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার এক দিকে লিখতে হবে, উভয় দিকে লেখা যাবে না।
২। রচনা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ এবং গ্রুপ ঘ এর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জমা দিতে হবে।
৩। প্রত্যেক প্রতিযোগীকে পূর্ণ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
৪। রচনা আগামী.২৫/০৩/২০১৯ তারিখের মধ্যে জমা দিতে হবে।রচনার শব্দসংখা নির্ধারিত সীমার অধিক.হলে.বিবেচনাযোগ্য হবে না।
৫। গল্প বলার বিষয় বঙ্গবন্ধুকে নিবেদিত হতে হবে।
৬। চিত্রাংকন প্রতিযোগীদের আর্টপেপার ব্যতীত চিত্রাংকনের অন্যান্য উপকরণ সঙ্গে আনতে হবে।চিত্রাঙ্কন প্রতিযোগীতা আগামী
১৩/০৩/২০১৯ তারিখ বিকাল ৩.০০ টায় অত্র গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে।
(রুবিনা মিরাজ)
লাইব্রেরিয়ান
জেলা সরকারী গণগ্রন্থাগার
গাজীপুর
স্মারক নং-জেসগগ্রগা/অনুষ্ঠান-৪৭/১০/ তাং-
অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো।
১। মহাপরিচালক(অতিরিক্ত সচিব),গণগ্রন্থাগার অধিদপ্তর,শাহবাগ,ঢাকা।
২। জেলা প্রশাসক,গাজীপুর।
৩। জেলা শিক্ষা অফিসার গাজীপুর।
৪। অধ্যক্ষ/প্রধান শিক্ষক..................................................................
৫। জেলা তথ্য অফিসার, গাজীপুর
৬। অফিস কপি।
(রুবিনা মিরাজ)
লাইব্রেরিয়ান
জেলা সরকারী গণগ্রন্থাগার
গাজীপুর
ফোন: ০২৪৯২৭৩৩৫৭
librariandgplgazipur@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস