গ্রন্থাগারে বই পড়ি
আলোকিত মানুষ গড়ি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
জেলা সরকারি গণগ্রন্থাগার
গাজীপুর।
স্মারক নং-জেসগগ্রগা/অনুষ্ঠান-৪৭/১০/ তাং- ২৩/০৪/২০১৯
বিষয়:-জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা, বই পাঠ প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনী ।
উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, অএ প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী ও সর্বসাধারণের জন্য রচনা বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে বিজয়ীদেরকে সনদপত্র ও আকর্ষনীয় পুস্তক
বিতরন করা হবে।
রচনা প্রতিযোগিতার বিষয়
শ্রেণি |
বিষয় |
শব্দ সংখ্যা |
সবার জন্য উন্মুক্ত |
নজরুল সাহিত্যে সমাজ ভাবনা |
১৫০০ শব্দের মধ্যে |
শর্তাবলী
১। রচনা A4 সাইজ সাদা কাগজে সহস্তে প্রতি পাতার এক পার্শ্বে লিখতে হবে, উভয় দিকে লেখা যাবে না।
২। প্রত্যেক প্রতিযোগীর রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নসহ দাখিল করতে হবে
(পূর্ণ নাম, পিতা ও মাতার নাম, পূর্ণ ঠিকানা ও ফোন নম্বরসহ)।
৩। বই পাঠের বইসমূহ অত্র গ্রন্থাগারের রক্ষিত বই হতে হবে।রচনা ও বইপাঠ প্রতিযোগিতার পূরণকৃত ফরম
জমা দেয়ার শেষ তারিখ ১৫/০৫/২০১৯ ।
৪। রচনার শব্দসংখ্যা নির্ধারিত সংখ্যার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচনা হবে না।
৫। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে পুস্তক প্রদর্শনী আগামী ১৪ – ১৫/০৫/১৯ ইং তারিখ অত্র
গ্রন্থাগারে সকাল ১০-০০ ঘটিকা হতে সন্ধ্যা ৩-০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
(রুবিনা মিরাজ)
লাইব্রেরিয়ান
জেলা সরকারি গণগ্রন্থাগার
গাজীপুর
স্মারক নং-জেসগগ্রগা/অনুষ্ঠান-৪৭/১০/ তাং- ২৩/০৪/২০১৯
অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো।
১। মহাপরিচালক(অতিরিক্ত সচিব),গণগ্রন্থাগার অধিদপ্তর,শাহবাগ,ঢাকা।
২। জেলা প্রশাসক,গাজিপুর।
৩। জেলা শিক্ষা অফিসার গাজীপুর।
৪। অধ্যক্ষ/প্রধান শিক্ষক.................................................................
৫। জেলা তথ্য অফিসার গাজীপুর।
৬। অফিস কপি
(রুবিনা মিরাজ)
লাইব্রেরিয়ান
জেলা সরকারি গণগ্রন্থাগার
গাজীপুর
ফোন: ০২৪৯২৭৩৩৫৭
E-mail: librariandgplgazipur@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস