সর্বস্তরের মানুষকে গ্রন্থাগারমুখী করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখেই জেলা সরকারি গণগ্রন্থাগার, গাজীপুর এর সার্বিক সেবা কার্যক্রম তুলে ধরা হলো: সপ্তাহে ৫ দিন শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০ পর্যন্ত ৩ টি পাঠকক্ষ খোলা রেখে বই, পত্র পত্রিকা ও সাময়িকীর মাধ্যমে পাঠ সেবা এবং নিবন্ধিত গ্রন্থাগার সদস্যদেরকে বই ধারের মাধ্যমে পাঠসেবা প্রদান করা হয়ে থাকে; অত্যাধুনিক; সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন একটি শিশু পাঠকক্ষে শিশুদের বই পাঠের সুবিধা রয়েছে এবং টয়-ব্রিকস খেলনার সাহয্যে শিশুদের খেলার সুযোগও গ্রন্থাগারটিতে বিদ্যমান; বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রচনা, আবৃত্তি, ছড়ালেখা, বইপাঠ, গল্প বলা, হাতের সুন্দর লেখা, চিত্রাংকন ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার (বই) ও সনদপত্র প্রদান করা হয়ে থাকে; সরকার ঘোষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে পুস্তক প্রদর্শনী ও বই মেলায় স্টল স্থাপনের মাধ্যমে জনগণকে বইপাঠে উদ্ধুদ্ধ করা হয়ে থাকে; জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ২০১৮ সাল থেকে প্রতি বছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের মাধ্যমে জেলা শহরে র্যালি, আলোচনা সভা ও প্রচারপত্র বিলি করে গ্রন্থাগারের সেবা কাযক্রম তুলে ধরে শিক্ষার্থীসহ জেলাবাসীকে গ্রন্থাগার ব্যবহারে উদ্ধুদ্ধ করা হয়ে থাকে; গণগ্রন্থাগারের নিয়ান্ত্রাধীন একটি প্রকল্পের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরি সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে; তাছাড়া ওয়াই-ফাই এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহরে সুযোগ বিদ্যমান এবং জেলা সরকারি গণগ্রন্থাগার, গাজীপুরের Facebook page ও Web Portal এর মাধ্যমে তথ্যসেবা প্রদান করা হয়ে থাকে; বর্তমানে গ্রন্থাগারের সংগ্রহে ৩৪,৪০০টি বই, ১১টি দৈনিক পত্রিকা এবং বাঁধাইকৃত পুরাতন (১৯৯৩ সাল থেকে এক জাতীয় পত্রিকা বাঁধাই আকারে সংরক্ষিত রয়েছে) পত্রিকার মাধ্যমে প্রতিদিন গ্রন্থাগারে আগত সর্বস্তরের জনগণ ও ২৪৫ জন নিবন্ধিত সদস্য (বাড়িতে ২ সপ্তাহের জন্য ২টি বই ধার নিয়ে থাকেন) গ্রন্থাগার ব্যবহার করে থাকেন।
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২০ উপলক্ষে সুন্দর হাতের-লেখা প্রতিযোগিতা।
পোলিং
মতামত দিন