Wellcome to National Portal

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সর্বস্তরের মানুষকে গ্রন্থাগারমুখী করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখেই জেলা সরকারি গণগ্রন্থাগার, গাজীপুর এর সার্বিক সেবা কার্যক্রম তুলে ধরা হলো: সপ্তাহে ৫ দিন শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০ পর্যন্ত ৩ টি পাঠকক্ষ খোলা রেখে বই, পত্র পত্রিকা ও সাময়িকীর মাধ্যমে পাঠ সেবা এবং নিবন্ধিত গ্রন্থাগার সদস্যদেরকে বই ধারের মাধ্যমে পাঠসেবা প্রদান করা হয়ে থাকে; অত্যাধুনিক; সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন একটি শিশু পাঠকক্ষে শিশুদের বই পাঠের সুবিধা রয়েছে এবং টয়-ব্রিকস খেলনার সাহয্যে শিশুদের খেলার সুযোগও গ্রন্থাগারটিতে বিদ্যমান; বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রচনা, আবৃত্তি, ছড়ালেখা, বইপাঠ, গল্প বলা, হাতের সুন্দর লেখা, চিত্রাংকন ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার (বই) ও সনদপত্র প্রদান করা হয়ে থাকে; সরকার ঘোষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে পুস্তক প্রদর্শনী ও বই মেলায় স্টল স্থাপনের মাধ্যমে জনগণকে বইপাঠে উদ্ধুদ্ধ করা হয়ে থাকে; জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ২০১৮ সাল  থেকে প্রতি বছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের মাধ্যমে জেলা শহরে র‌্যালি, আলোচনা সভা ও প্রচারপত্র বিলি করে গ্রন্থাগারের সেবা কাযক্রম তুলে ধরে শিক্ষার্থীসহ জেলাবাসীকে গ্রন্থাগার ব্যবহারে উদ্ধুদ্ধ করা হয়ে থাকে; গণগ্রন্থাগারের নিয়ান্ত্রাধীন একটি প্রকল্পের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরি সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে; তাছাড়া ওয়াই-ফাই এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহরে সুযোগ বিদ্যমান এবং জেলা সরকারি গণগ্রন্থাগার, গাজীপুরের Facebook page ও Web Portal এর  মাধ্যমে তথ্যসেবা প্রদান করা হয়ে থাকে; বর্তমানে গ্রন্থাগারের সংগ্রহে ৩৪,৪০০টি বই, ১১টি দৈনিক পত্রিকা এবং বাঁধাইকৃত পুরাতন (১৯৯৩ সাল থেকে এক জাতীয় পত্রিকা বাঁধাই আকারে সংরক্ষিত রয়েছে) পত্রিকার মাধ্যমে প্রতিদিন গ্রন্থাগারে আগত সর্বস্তরের জনগণ ও ২৪৫ জন নিবন্ধিত সদস্য (বাড়িতে ২ সপ্তাহের জন্য ২টি বই ধার নিয়ে থাকেন) গ্রন্থাগার ব্যবহার করে থাকেন।


Designative Officer

MD. SALAHUDDIN
Name MD. SALAHUDDIN
Designation প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম-উপপরিচালক
Office Name District Govt. Public Library, Gazipur
Email smd0155@gmail.com
Phone (Office) +8802224423177
Phone (Residence)
Mobile 01552435643
Fax

Alternative Officer

MD. SALAHUDDIN
Name MD. SALAHUDDIN
Designation প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম-উপপরিচালক
Office Name District Govt. Public Library, Gazipur
Email smd0155@gmail.com
Phone (Office) +8802224423177
Phone (Residence)
Mobile 01552435643
Fax