আজ ০১ সেপ্টেম্বর ২০১৯ খ্রি: রোজ রবিবার জেলা সরকারি গণগ্রন্থাগারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিল কর্তৃক যৌথভাবে আয়োজিত কোডিং কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কানো কম্পিউটার ও মাইক্রো:বিট ব্যবহারের মাধ্যামে খেলতে খেলতে প্রোগ্রামিং শিখানো হয়, এতে অভিজ্ঞ সেচ্ছাসেবক দল ছাত্র/ ছাত্রীদেরকে সাহায্য করেন যেন তারা নিজেরা কম্পিউটার প্রোগ্রাম বানাতে পারে এবং কোডিং করা যে একটি আনন্দের বিষয় সেটা বুঝতে পারে। এই কোডিং কর্মশালায় তিনটি গ্রুপে মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের (১০ থেকে ১৫ বছর বয়সী) মোট ১২০ জন শিক্ষার্থী ও শিক্ষক/ শিক্ষিকা অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালাটি বেলা ১১টা থেকে বিকাল ৪.৩০ মি: পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে এই ডিভাইসগুলো গণগ্রন্থাগারে রেখে যাওয়া হয়, যাতে যে কেউ আগ্রহী হলে গণগ্রন্থাগারে এসে এগুলো ব্যবহার করতে পারে। এই কোডিং কর্মশালায় উপস্থিত ছিলেন তামিম মোস্তফা, প্রোগ্রাম ম্যানেজার (লাইব্রেরিজ আনলিমিটেড প্রোগ্রাম), রুবিনা মিরাজ, লাইব্রেরিয়ান জেলা সরকারি গণগ্রন্থাগার গাজীপুর সহ আরো অনেকে।
বার্তা প্রেরক
জনাব মোঃ রাশেদুল হায়দার (রাসেল)
জুনিয়র লাইব্রেরিয়ান
জেলা সরকারি গণগ্রন্থাগার, গাজীপুর।
মোবাইল: 01717- 569076
ইমেইল: rashel.nt@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS