Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সর্বস্তরের মানুষকে গ্রন্থাগারমুখী করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখেই জেলা সরকারি গণগ্রন্থাগার, গাজীপুর এর সার্বিক সেবা কার্যক্রম তুলে ধরা হলো: সপ্তাহে ৫ দিন শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০ পর্যন্ত ৩ টি পাঠকক্ষ খোলা রেখে বই, পত্র পত্রিকা ও সাময়িকীর মাধ্যমে পাঠ সেবা এবং নিবন্ধিত গ্রন্থাগার সদস্যদেরকে বই ধারের মাধ্যমে পাঠসেবা প্রদান করা হয়ে থাকে; অত্যাধুনিক; সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন একটি শিশু পাঠকক্ষে শিশুদের বই পাঠের সুবিধা রয়েছে এবং টয়-ব্রিকস খেলনার সাহয্যে শিশুদের খেলার সুযোগও গ্রন্থাগারটিতে বিদ্যমান; বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রচনা, আবৃত্তি, ছড়ালেখা, বইপাঠ, গল্প বলা, হাতের সুন্দর লেখা, চিত্রাংকন ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার (বই) ও সনদপত্র প্রদান করা হয়ে থাকে; সরকার ঘোষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে পুস্তক প্রদর্শনী ও বই মেলায় স্টল স্থাপনের মাধ্যমে জনগণকে বইপাঠে উদ্ধুদ্ধ করা হয়ে থাকে; জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ২০১৮ সাল  থেকে প্রতি বছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের মাধ্যমে জেলা শহরে র‌্যালি, আলোচনা সভা ও প্রচারপত্র বিলি করে গ্রন্থাগারের সেবা কাযক্রম তুলে ধরে শিক্ষার্থীসহ জেলাবাসীকে গ্রন্থাগার ব্যবহারে উদ্ধুদ্ধ করা হয়ে থাকে; গণগ্রন্থাগারের নিয়ান্ত্রাধীন একটি প্রকল্পের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরি সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে; তাছাড়া ওয়াই-ফাই এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহরে সুযোগ বিদ্যমান এবং জেলা সরকারি গণগ্রন্থাগার, গাজীপুরের Facebook page ও Web Portal এর  মাধ্যমে তথ্যসেবা প্রদান করা হয়ে থাকে; বর্তমানে গ্রন্থাগারের সংগ্রহে ৩৪,৪০০টি বই, ১১টি দৈনিক পত্রিকা এবং বাঁধাইকৃত পুরাতন (১৯৯৩ সাল থেকে এক জাতীয় পত্রিকা বাঁধাই আকারে সংরক্ষিত রয়েছে) পত্রিকার মাধ্যমে প্রতিদিন গ্রন্থাগারে আগত সর্বস্তরের জনগণ ও ২৪৫ জন নিবন্ধিত সদস্য (বাড়িতে ২ সপ্তাহের জন্য ২টি বই ধার নিয়ে থাকেন) গ্রন্থাগার ব্যবহার করে থাকেন।


Title
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও সুন্দর হাতের-লেখা প্রতিযোগিতা - ২০১৯
Details

 

 

   

 

          বই পড়ি

            স্বদেশ গড়ি                                                                                                                                                                                                                                                                                                                                 

                       গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

                               জেলা সরকারী গণগ্রন্থাগার

                                 গাজীপুর।

    স্মারক নং-জেসগগ্রগা/অনুষ্ঠান-৪৭/    /                                           তাং-       /      /২০১৯

 

    বিষয়:-  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০১৯   উপলক্ষে  রচনা ও সুন্দর হাতের-লেখা  প্রতিযোগিতা। 

 

        উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে অত্র প্রতিষ্ঠানে ছাত্র –ছাত্রী

    ও সর্বসাধারণের জন্য রচনা ও সুন্দর হাতের -লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রতিযোগীদের সনদপত্র ও   

    আকর্ষনীয় পুস্তক বিতরন করা হবে। আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

                                                                                   (ক) রচনা প্রতিযোগিতার বিষয়:

গ্রুপ

শ্রেনী

রচনা প্রতিযোগীতার বিষয়

শব্দ সীমা

  ক

পঞ্চম - অষ্টম শ্রেনী

অমর একুশে

১০০০ শব্দের মধ্যে

নবম – দ্বাদশ শ্র্রেণী

মাতৃভাষায় বিজ্ঞান চর্চা

১২০০ শব্দের মধ্যে

স্নাতক- স্নাতকোত্তর

জাতি গঠনে মাতৃভাষার গুরুত্ব

১৫০০ শব্দের মধ্যে

সর্বসাধারণ

শিশুর মানসিক বিকাশে মাতৃভাষা

১৮০০ শব্দের মধ্যে

 

                                                                        (খ)  সুন্দর হাতের-লেখা প্রতিযোগিতার বিষয়:

গ্রুপ

বয়সসীমা

গ্রুপ

বয়সসীমা

গ্রুপ

বয়সসীমা

৩য়-পঞ্চম শ্রেণি

৬ষ্ঠ-অষ্টম শ্রেণি

নবম-দশম শ্রেণি

 

        শর্তাবলী

    ১। রচনা A4  সাইজ সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার একদিকে লিখতে হবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না ।

       রচনা আগামী   ২০/২/২০১ তারিখের মধ্যে জমা দিতে হবে। শব্দসংখ্যা অধিক হলে রচনা বিবেচিত হবে না।

    ২। প্রত্যেক প্রতিযোগীর রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নসহ দাখিল করতে হবে(পূর্ণ নাম,পিতা ও মাতার নাম, 

       পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বরসহ)।

    ৪। সুন্দর হাতের-লেখা-লেখা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদেরকে কাগজ ব্যতীত অন্য কোন উপকরণ সরবরাহ করা হবে না।

       উক্ত প্রতিযোগীতার জন্য প্রতিযোগীদেরকে ১৯/০২/২০১৯ তারিখের মধ্যে নাম রেজিষ্ট্রেশন করতে হবে ও সুন্দর হাতের-লেখা  

       প্রতিযোগীতা আগামী ২০  /২ /২০১    তারিখ বিকাল ৩.০০ টায় অত্র গ্রন্থাগারে  অনুষ্ঠিত হবে।                                                                         

                                                                      

                                                                         স্বাঃ

                                                                     (রুবিনা মিরাজ)

                                                                       লাইব্রেরিয়ান

                                                                  জেলা সরকারী গণগ্রন্থাগার

                                                                        গাজীপুর।                                                                                                                                                                                                                                                                                                                                              

    স্মারক নং-জেসগগ্রগা/অনুষ্ঠান-৪৭/    /                                           তাং-       /      /২০১৯

 

    অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো।

   

    ১। মহাপরিচালক(অতিরিক্ত সচিব),গণগ্রন্থাগার অধিদপ্তর,শাহবাগ,ঢাকা।

    ২। জেলা প্রশাসক,গাজীপুর।,

    ৩। জেলা শিক্ষা অফিসার গাজীপুর।                                                                                       

    ৪। অধ্যক্ষ/প্রধান শিক্ষক......................................................                                                                                                

    ৫। জেলা তথ্য অফিসার গাজীপুর। 

    ৬। সম্পাদক(পত্রিকায় প্রচারের জন্য অনুরোধ করা হলো)                                                                                   

       ...........................................................................                   (রুবিনা মিরাজ)               

    ৭। অফিস কপি।                                                                                 লাইব্রেরিয়ান

                                                                                                  জেলা সরকারী গণগ্রন্থাগার                                                                                                                                                                                                                                                                                        

                                                                                                            গাজীপুর।

                                                                                                      ফোন-৪৯২৬২৮২০।

                                                                                            librariandgplgazipur@gmail.com                                             

 

 

Attachments
Publish Date
27/01/2019
Archieve Date
02/01/2020